গত ১৩ মার্চ, ২০২৫ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, শেরপুর কর্তৃক সাং- সূরযদী, ওয়ার্ড- ০৪ নং, ইউনিয়ন- ১২ নং কামারিয়া, থানা: শেরপুর সদর, জেলা: শেরপুর শেরপুরথানাধীন আসামী মো: খোরশেদ (৫৬) (গ্রেফতার), পিতাঃ মৃত: হাবিল উদ্দীন, মাতা: মোছা: খোদেজা বেগম, শেরপুরথানাধীন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। মামলা নং-২০ পরবর্তীতে আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS