গত ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ ইং তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, শেরপুর কর্তৃক সাং- সোনাবরকান্দা, ইউনিয়ন- বাজিতখিলা, থানা: শেরপুর সদর জেলা: শেরপুর শেরপুরথানাধীন আসামী ০১। মো: হাসানুর রহমান (২৯) (গ্রেফতার) ও ০২। মোছাঃ রুবিনা বেগম (পলাতক) , সাং- কসবা বারেকপাড়া, থানা: শেরপুর সদর জেলা: শেরপুর শেরপুরথানাধীন মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস